ম্যাঞ্চেস্টারের টেস্ট বাতিল

A G Bengali
কোভিডের কারণে ভারত এদিন দল নামাতে চায়নি। করোনা সংক্রমণ বাড়তে পারে, এই আশঙ্কাতেই শেষ পর্যন্ত এই টেস্ট বাতিল করা হয়েছে। যদিও সিরিজের ফলাফল কী হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। কারণ আইসিসি সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি। শুক্রবার সকালেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে লেখা হয়, দল নামাতে না পারার জন্য ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে ভারত। এই বিবৃতি প্রকাশের পরই তীব্র হইচই শুরু হয়। ভারতীয় শিবিরের তরফে প্রতিবাদ করে জানানো হয়, ম্যাচ ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই। তারা এখনও ম্যাচ খেলতে প্রস্তুত। ইসিবি পরক্ষণেই বিবৃতি সংশোধন করে জানায়, কোভিডের কারণে ম্যাঞ্চেস্টারের টেস্ট স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী কোনও সময় তা খেলা হবে।

এরপর শুক্রবার দুপুরের দিকে বিসিসিআই-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করে গোটা ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। জানানো হয়, দীর্ঘ আলোচনার পর দুই বোর্ডই একসঙ্গে এই টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'BCCI এবং ECB-র সম্পর্ক যথেষ্ট ভালো। সেকারণে এই ম্যাচটা পুনরায় আয়োজন করার জন্য অনুরোধ করা হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ডই আপাতত এই টেস্ট ম্যাচ পুনরায় আয়োজনের জন্য নতুন উইন্ডো তৈরি করার চেষ্টা করছে। তবে BCCI-এর প্রাথমিক এবং মুখ্য লক্ষ্য হল দলের ক্রিকেটারদের নিরাপত্তা। সে ব্যাপারে কোনও সমঝোতা করা হবে না।

Find Out More:

Related Articles: