মেসির জার্সি নম্বর

A G Bengali
৮ অগাস্ট, ২০২১ রবিবার বিকেলে ন্যু ক্যাম্প দেখেছে ফুলবলের রাজপুত্রের চোখে জলে দেখা। দেখেছে আবেগঘন দৃশ্য। মেসি হয়তো নিজেও বিশ্বাস করতে পারেননি, তাঁর ফুটবল জীবনে এমন একটা দিন আসবে।বার্সেলোনা ছেড়ে যে তাঁকে চলে যেতে হবে তা তিনি কখনই ভাবতে পারেননি। কিন্তু এটাই সত্যি হল, মেসিকে বার্সা ছেড়ে চলে যেতে হলো। আপাতাত ফুটবল জীবনের বার্সায় যাত্রা সেই দিনই শেষ করতে হয়েছে লিওনেল মেসিকে।

তবে বার্সেলোনা ছাড়ার পর লিয়োনেল মেসির প্যারিস সঁ জঁ-তে খেলার সম্ভাবনাই সবথেকে বেশি। মেসি নিজেই রবিবার বার্সার হয়ে বিদায়ী সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়ে দিয়েছেন। পিএসজিও সরকারি ভাবে মেসিকে দুই বছরের চুক্তি প্রস্তাব দিয়েছে। মেসির পক্ষ থেকে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়! মেসির নতুন ক্লাবে জার্সি নম্বর কত হবে ? যা নিয়ে তোলপাড় নেটমাধ্যম। এ বিষয়ে প্যারিসের সংবাদমাধ্যম একটি খবর ফাঁস করেছে। তাদের খবর অনুযায়ী, সেখানে মেসির গায়ে উঠবে ১৯ নম্বর জার্সি। ১০ নম্বর জার্সি নেমারের জন্যই থাকবে। যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি দ্য ফ্যাক্ট ইনফো।
এবার দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কোন কোন জার্সি নম্বরে খেলছেন মেসি -
* বার্সায় অভিষেকের পর প্রথম দু’ বছর মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলেছিলেন
* ২০০৬ সালে ফার্নান্ডো নাভারো বার্সা ছাড়ার পর থেকে মেসি ১৯ নম্বর জার্সি পরে খেলতে শুরু করেন
* আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও শুরুর দিকে মেসির জার্সি নম্বর ছিল ১৯  
*২০০৮ সালে রোনাল্ডিনহো বার্সেলোনা ছেড়ে এসি মিলানে চলে যাওয়ার পর থেকে মেসিই ১০ নম্বর জার্সির মালিক ছিলেন

Find Out More:

Related Articles: