পুনিয়ার পদকের সম্ভাবনা

frame পুনিয়ার পদকের সম্ভাবনা

A G Bengali
একদিকে সীমা বিসলার হার, অন্যদিকে বেস কষ্ট করেই জয় পেলেন বজরং পুনিয়া। শুক্রবার সকালেও মিশ্র ফলই করল ভারত। মহিলাদের ৫০ কেজি বিভাগের শেষ ১৬ পর্বে তিউনিশিয়ার সারা হামদির বিরুদ্ধে ১-৩ ফলে হারলেন সীমা বিসলা। প্রথম দিকে কঠিন লড়াই চালিয়ে গেলেও তিউনিশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হার মানতে বাধ্য হন ভারতীয় কুস্তিগীর। সীমার এখন অপেক্ষা রেপেচাজ পর্বের জন্য তিনি আদৌ  সুযোগ পান কিনা। 
পুরুষদের ৬৫ কেজি বিভাগে বিশ্বের দুই নম্বর ও অলিম্পিকের দ্বিতীয় বাছাই বজরং পুনিয়া জিতলেন। তবে তিনি যথেষ্ট দাপট দেখাতে পারেননি। কিরঘিজস্তানের আকমাতালিয়েভের বিরুদ্ধে ভিক্টরি বাই পয়েন্টসে জিতেছেন বজরং পুনিয়া। প্রথম রাউন্ডে দাপটের সঙ্গে খেলেছেন বজরং। এগিয়েও যান  ৩-১-এ। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পরপর দুটি পয়েন্ট তুলে নেন কিরঘিজস্তানের প্রতিপক্ষ। যদিও  শেষ অবধি লড়াই চালিয়ে গিয়ে জয় পান বজরং।


অন্যদিকে, টোকিয়ো অলিম্পিক্সে পদক জয়ের লড়াইয়ে ভারতীয় গল্ফার অদিতি অশোক। তৃতীয় রাউন্ডের শেষে দুই নম্বরে রয়েছেন তিনি। শনিবার চতুর্থ রাউন্ডের খেলা। তবে খারাপ আবহাওয়ার কারণে সেই খেলা নাও হতে পারে। সেই ক্ষেত্রে তৃতীয় রাউন্ডের ফলের ভিত্তিতেই পদক দেওয়া হবে। রুপো জিততে পারেন অদিতি। টোকিয়ো অলিম্পিক্সে পদক জয়ের লড়াইয়ে ভারতীয় গল্ফার অদিতি অশোক। তৃতীয় রাউন্ডের শেষে দুই নম্বরে রয়েছেন তিনি। শনিবার চতুর্থ রাউন্ডের খেলা। তবে খারাপ আবহাওয়ার কারণে সেই খেলা নাও হতে পারে। সেই ক্ষেত্রে তৃতীয় রাউন্ডের ফলের ভিত্তিতেই পদক দেওয়া হবে। রুপো জিততে পারেন অদিতি। 

Find Out More:

Related Articles:

Unable to Load More