টোকিও অলিম্পিকে ফুটবলে বিদায় আর্জেন্টিনা-জার্মানি-ফান্স

A G Bengali
টোকিও অলিম্পিকে পুরুষদের ফুটবলে বড় অঘটন। গ্রুপ লিগ থেকেই বিদায় নিল আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সের মত সুপার পাওয়ার দেশগুলি। অবশ্য অলিম্পিকে পুরুষদের ফুটবল মূলত অনুর্ধ্ব ২৩ দলের খেলা। গতবার রিও অলিম্পিকে রুপো জিতেছিল জার্মানি। অন্যদিকে, ২০০৪ এথেন্স ও ২০০৮ বেজিং অলিম্পিকে পুরুষদের ফুটবলে সোনা জিতেছিল আর্জেন্টিনা। আজ টোকিওতে পুরুষদের ফুটবলে গ্রুপ লিগের খেলা শেষ হল। জাপানের কাছে ০-৪ গোলে পরাস্ত হয়ে গ্রুপ এ থেকে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স বিদায় নিল। গ্রুপ থেকে শেষ আটে উঠল মেক্সিকো, জাপান। গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়া, নিউ জিল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠল। গ্রুপ সি-তে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গোলপার্থক্যে ইজিপ্টের কাছে পিছিয়ে পড়ে বিদায় নিল আর্জেন্টিনা। এই গ্রুপে ৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হল স্পেন। ইজিপ্ট, আর্জেন্টিনা ৪ পয়েন্টে করে পেলেও গোলপার্থক্যে দুটি গোলর পিছনে থাকায় কোপা আমেরকিার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিদায় নিল। গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-২ হারটাই বিদায়ের কারণ হয়ে দাঁড়াল  আর্জেন্টিনা।  শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে ইজিপ্ট কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিলের বিরুদ্ধে।

গ্রুপ ডি-তে গতবারের সোনা জয়ী ব্রাজিল শেষ ম্যাচে ৩-১ গোলে হারাল সৌদি আরবকে। অন্যদিকে, আইভরি কোস্টের বিরুদ্ধে জার্মানি ১-১ গোলে ড্র করে বিদায় নিল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হল ব্রাজিল। ৫ পয়েন্টে পেয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ আটে উঠল আফ্রিকার দেশ আইভরি কোস্ট। কোয়ার্টার ফাইনাল লাইনআপ জাপান বনাম নিউ জিল্যান্ড স্পেন বনাম আইভরি কোস্ট দক্ষিণ কোরিয়া বনাম মেক্সিকো ব্রাজিল বনাম ইজিপ্ট (সব কটি ম্যাচ ৩১ জুলাই)

Find Out More:

Related Articles: