আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship final) টস করতে নেমেই ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিলেন ভারত অধিনায় বিরাট কোহলি।
আর সেই রেকর্ড কী একবার দেখে নেওয়া যাক -
১) ভারতের হয়ে ৬০টি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন ধোনি। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে অধিনায়কত্বের দায়িত্ব আসে কোহলির কাঁধে। সাদাম্পটনে শনিবার ৬১তম টেস্টে অধিনায়কত্ব করতে নামলেন তিনি।
২) এশিয়ার কোনও দেশের অধিনায়কই এতগুলো ম্যাচে নেতৃত্ব দেননি। বিরাট কোহলি শ্রীলঙ্কার অর্জুনা রণতুঙ্গা ও পাকিস্তানের মিসবা-উল-হককে অনেক আগেই টপকে গিয়েছেন। রণতুঙ্গা ও মিসবা দু'জনেই নিজেদের দেশের হয়ে ৫৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন।
৩) আন্তর্জাতিক আঙিনায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার নেতৃত্ব রয়েছে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের (১০৯ ম্যাচ)। স্মিথের পরেই অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালান বর্ডার রয়েছেন। ৯৩টি টেস্টে অজিদের ক্যাপ্টেন হয়েছেন তিনি।
৪) দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে ১১টি টেস্ট সিরিজ খেলে সবকটিতেই জিতেছেন কোহলি। ৩৬টি ম্যাচে জিতেছেন কোহলি, ১৪টি হেরেছেন। ধোনি ৬০টি টেস্টের মধ্যে ২৭টি জিতেছিলেন, হেরেছিলেন ১৮টি।
অন্যদিকে, ভারতের হয়ে ওপেনিং জুটিতে রোহিত শর্মা (Rohit Sharma) আর শুভমান গিল (Shubman Gill) শুরুটা বেশ ভালই করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বড় রান এল না জুটিতে। রোহিত (৩৪) ফিরে যাওয়ার পরপরই গিলও (২৮) ফিরে যান। তবে রোহিত-গিলের ৬২ রানের ওপেনিং জুটিতেই ভারত রেকর্ড করে ফেলল ইংল্যান্ডের মাটিতে। পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের মাটিতে বিগত ১০ বছর ও ২৯ ইনিংসে এটাই ভারতের সেরা শুভারম্ভ।