এ বার দলে ৮ নতুন ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের

A G Bengali
অইন মর্গ্যানের দল মাঠে নামার আগে নিলাম মঞ্চে বসে নতুন ভাবে দল গুছিয়েছেন কর্তারা। নতুন ৮ জন ক্রিকেটার দলে এসেছেন। পুরনো দলের মোট ১৭জন ক্রিকেটারকে এ বার তারা ধরে রেখেছে। এঁদের মধ্যে ১১ জন ভারতীয় এবং ৬ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। কেকেআর ছেড়ে দিয়েছে মাত্র ৫ জন ক্রিকেটারকে। তবে শেষ মুহূর্তে রিঙ্কু সিংহ চোট পেয়ে ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন পঞ্জাবের গুরকিরত সিংহ মন। কেকেআরের হাতে ছিল ১০.৭৫ কোটি টাকা। তারা দলে নিতে পারত ৮ জন ক্রিকেটারকে। ২ জনের বেশি বিদেশি ক্রিকেটারকে কিনতে পারত না কলকাতা। শেষমেশ তারা নিলাম থেকে ৮ জন ক্রিকেটারকেই দলে নেয়। শাকিব আল হাসান ও বেন কাটিং দুই বিদেশি নাইট শিবিরে যোগ দেন।

অন্যদিকে, আইপিএল নিলামে প্রথম রাউন্ডে 'আনসোল্ড' থাকা হরভজনকে দ্বিতীয় রাউন্ডে ২ কোটি টাকায় টিমে নিয়ে চমকে দিয়েছিল শাহরুখ খানের (Sharukh Khan) ফ্র্যাঞ্চাইজি! হরভজনকে এবার দলে নেওয়াটা সহজ ছিল না বলেই মনে করেন কার্তিক। তিনি বলছেন," ও দীর্ঘদিন ধরে আইপিএল খেলছে। কিন্তু শেষ এক সপ্তাহে ওর আগ্রহ আর তীব্রতা দেখার মতো। সবার আগে হরভজন প্র্যাকটিস সেশনে চলে আসে। এটা ধারাবাহিক ভাবে করছে। আমার মনে হয় ও এখন একটা অন্য মানুষ, যতটুকু আমি ওকে গত সাতদিনে দেখেছি। এমনকী প্র্যাকটিস ম্যাচ সন্ধ্যা সাতটায় থাকলে ও বিকাল চারটের সময় চলে আসে। ব্য়াট করার আগে শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও অইন মর্গ্যানকে (Eoin Morgan) বল করে। এরপর স্ট্রেচিং করে ফের প্র্যাকটিস ম্যাচ খেলে।"

Find Out More:

Related Articles: