দীর্ঘ সাত বছর পর আইপিএলে খেলবেন পূজারা

A G Bengali
ফের আইপিএল খেলবেন পূজারা। তাও ৭ বছর পর। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস দলের হয়ে। ধোনির নেতৃত্বে আরও একবার খেলার সুযোগ পেয়ে খুশি পূজারা। তিনি বলেন, ‘চেন্নাই সুপার কিংস সমস্ত ক্রিকেটারদের দারুণ সম্মান দেয়। আমি মাহির অধিনায়কত্বে খেলতে পারব এটা ভেবেই ভাল লাগছে। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করি তখন ও আমার অধিনায়ক ছিল।’’ সঙ্গে আরও যোগ করেন পূজারা। বলেন, ‘‘আরও সুযোগ পেলে আমি ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারতাম। মনে রাখবেন আমি যে কটা একদিনের ম্যাচ খেলেছি সব কটাই কিন্তু ভারতের বাইরে।’’
অন্যদিকে, এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও কোভিড পজিটিভ হলেন। ইরফান পাঠান একটি টুইট করে জানিয়েছেন, এক্ষেত্রে তাঁর কোনও পূর্বলক্ষণ দেখা যায়নি। ছত্রিশ বছরের ইরফান জানান, তিনি বাড়িতেই আইসোলেশনে থাকবেন। শুধু তাই নয়, তিনি অনুরোধ করেছেন, এই সময়-পর্বে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন দয়া করে তাঁরাও যেন নিজেদের কোভিড টেস্টটি করিয়ে নেন। প্রসঙ্গত, ইরফানের আগেই কোভিড আক্রান্ত হয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), ইউসুফ পাঠান (Yusuf Pathan) এবং মিডল অর্ডার ব্যাটসম্যান বদ্রীনাথ (Subramaniam Badrinath)। কেন এই ভাবে ক্রিকেটাররা একের পর এক কোভিড আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল। তা হলে কি 'রোড সেফটি সিরিজ'ই এর জন্য কোনও ভাবে দায়ী? এই প্রশ্ন উঠছে কারণ, দর্শকপূর্ণ স্টেডিয়ামে রোড সেফটি সিরিজের (Road Safety World Series) ফাইনাল শেষ হওয়ার পরেই সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) করোনা আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল। আক্রান্ত হওয়ার পরেই একটি টুইটে সচিন লেখেন, 'কোভিডকে দূরে রাখার জন্য আমি নিয়মিত কোভিড পরীক্ষা করাচ্ছিলাম এবং সব রকমের সতর্কতা অবলম্বন করছিলাম।' সচিনও জানিয়েছিলেন, তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন। পাশাপাশি তাঁর পাশে থাকার জন্য তিনি সমস্ত স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানান।

Find Out More:

Related Articles: