প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ‘দ্রে রাস’

A G Bengali
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে মোদীকে ধন্যবাদ জানিয়ে ‘দ্রে রাস’ লেখেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের দেশে টিকা এসে পৌঁছেছে। আমরা উত্তেজনায় ফুটছি। গোটা বিশ্বকে আবার স্বাভাবিক অবস্থায় দেখতে চাই। এখন ভারত আর জামাইকা ভাই। জামাইকার মানুষ খুব খুশি।’’ গত ৮ মার্চ ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পে ৫০ হাজার করোনাভাইরাসের টিকা ভারত থেকে জামাইকায় পৌঁছয়। তখনই রিচার্ডস, রিচি রিচার্ডসন, জিমি অ্যাডামস, রামনরেশ সারওয়ানরা ধন্যবাদ জানিয়েছিলেন মোদীকে। জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেসও ধন্যবাদ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে।
অন্যদিকে,পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক মনে করেন, কোহলী না থাকলে বড় লজ্জার মুখে পড়তে হতো ভারতকে। তৃতীয় টি২০-তে তিনিই ছিলেন ভারতের এক মাত্র ইতিবাচক দিক। টি২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে ভারত। এক বনাম দুইয়ের লড়াইয়ে আপাতত এগিয়ে ইংল্যান্ডই। বৃহস্পতিবার জিতলে সিরিজ পকেটে পুরে নেবে অইন মর্গ্যানবাহিনী। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “ইংল্যান্ড সব বিভাগেই ভারতের থেকে এগিয়ে ছিল। টি২০-তে ভারতের ১৫৬ যথেষ্ট রান ছিল না। জস বাটলারের ইনিংস ম্যাচটাকে প্রায় একপেশে করে দিল। কোহলীর ইনিংস না থাকলে একপেশে ম্যাচই হতো।” ইনজামাম যদিও আশাবাদী ভারতের ফিরে আসার ব্যাপারে। তিনি বলেন, “হেরে গিয়েও সিরিজে ফিরে এসেছে ভারত বহু বার। এ বারেও সেটা করতে পারে কোহলীরা। ভারত যদি চতুর্থ ম্যাচ জিততে পারে তা হলে পঞ্চম ম্যাচ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।”

Find Out More:

Related Articles: