আইপিএল-এর সঙ্গে জুড়ে গেল এই সংস্থার নাম
আপস্টক্সের তরফে তাদের সহ-প্রতিষ্ঠাতা রবি কুমার বলেন, “আইপিএল ২০২১-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা রোমাঞ্চিত। ভারতে ক্রিকেট শুধু মাত্র একটা খেলা নয়, মানুষের সামাজিক জীবনের সঙ্গেও যুক্ত হয়ে গিয়েছে এটা। আইপিএল ভারতীয় ক্রিকেটকে একটা নতুন দিশা দিয়েছে, আপস্টক্সও ভারতের অর্থনীতির দুনিয়ায় এক নতুন দিশা। ২ সংস্থার মধ্যে এই মিলটাই যেন এক সঙ্গে আসতে সাহায্য করেছে একে ওপরকে।”
অন্যদিকে, ৮ বছরের জন্য নিষিদ্ধ হল দুই ক্রিকেটার। ইউনাইটেড আরব এমিরেটসের মহম্মদ নাভিদ (Mohammad Naveed) ও শাইমন আনওয়ার (Shaiman Anwar) ভাটকে নিষিদ্ধ করল ICC। আইসিসির অ্যান্টি করাপশনাল ট্রাইবুনালে ম্যাচ গড়াপেটার অভিযোগের শুনানি চলে। আইসিসি অ্যান্টি করাপশন কোড ভেঙেছেন এই দুই ক্রিকেটার। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আইসিসি এই দুই ক্রিকেটারকে ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট (Cricket) খেলার জন্য নিষিদ্ধ করল।