প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছিল ভারতীয় শিবিরে। দিনের শেষে সেই দুর্যোগের ঘনঘটা অনেকটাই কাটল ‘হিটম্যান’-রোহিত শর্মার জন্য। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ফিরে এসে পরের দুই টেস্টেও আহামরি কিছু করতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও ব্যর্থ হন। কিন্তু আসল সময়ে জ্বলে ওঠে হিটম্যানের ব্যাট। ধীরে ধীরে দেড়শো পেরিয়ে যান। দুশোর সম্ভাবনাও দৃঢ় ছিল। কিন্তু মুহূর্তের ভুলে ফিরতে হয় মইন আলির হাতে ক্যাচ দিয়ে। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে অনেকটাই ভাল জায়গায় ভারত। ৮৮ ওভারে ছ’উইকেট হারিয়ে ৩০০ তুলেছে তারা। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (অপরাজিত ৩৩) এবং অক্ষর পটেল (অপরাজিত ৫)। অন্যদিকে, চেন্নাইয়ের মাঠে রোহিত শর্মার ব্যাট থেকে শনিবার এল ঝকঝকে ১৬১ রানের ইনিংস। সেই ইনিংসের মাঝে একাধিক সুইপ যেমন মেরেছেন রোহিত, তেমনই বেশ কিছু ড্রাইভও মেরেছেন। সেরকম এক ড্রাইভ দেখেই সাজঘরে বসে থাকা বিরাট কোহালি আনন্দে চিৎকার করে উঠলেন।
মাঠে উপস্থিত থাকা ১৫ হাজার দর্শক তারিয়ে তারিয়ে উপভোগ করলেন রোহিতের এই ইনিংস। স্টুয়ার্ট ব্রডের বলে ম্যাচের তৃতীয় ওভারে ড্রাইভটি মারেন রোহিত। সাজঘরে বসে থাকা বিরাটকে দেখা যায় চিৎকার করে রোহিতের প্রশংসা করছেন, উৎসাহিত করছেন এরকম শট আরও খেলার জন্য। ২৩১ বলে ১৬১ রান করেন রোহিত। মেরেছেন ১৮টি চার, ২টি ছয়।
টস জিতে শনিবার ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। দিনের শেষে ভারত ৩০০ রান তোলে ৬ উইকেট হারিয়ে।
Find Out More: