কার্তিক, কুলদীপকে ছাড়তে পারে KKR

A G Bengali
২০১৮-র মেগা অকশনে কার্তিককে কিনেছিল কলকাতা। সে বার ছেড়ে দেওয়া হয়েছিল গৌতম গম্ভীরকে। কলকাতার এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও প্রথম বার কার্তিক দলকে প্লে-অফে তোলেন। তবে পরের দু’বারই গ্রুপ স্টেজ থেকে ছিটকে গিয়েছে কলকাতা। ব্যাট হাতেও কার্তিকের পারফরমেন্স আহামরি নয়। ২০১৮ এবং ২০১৯-য়ে অধিনায়ক থাকলেও, দলের জঘন্য পারফরম্যান্সের জেরে ২০২০ আইপিএলের মাঝপথেই কার্তিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে নেতা বানানো হয় অইন মর্গ্যানকে।
কুলদীপ অবশ্য কেকেআরে রয়েছেন ২০১৪ থেকে। এই দু’জনকে ছাড়লে ১৩ কোটি টাকা আসবে কেকেআরের পকেটে। পাশাপাশি, গতবার সবথেকে বেশি দাম দিয়ে কেনা হলেও আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় কামিন্সকে ছাড়া হতে পারে। সেক্ষেত্রে আরও ১৫.৫ কোটি টাকা পেয়ে নিলামে জাঁকিয়ে বসতে পারে কেকেআর। 

Find Out More:

Related Articles: