টিম ইন্ডিয়ার লজ্জার রেকর্ড

A G Bengali
সিরিজ আপাতত 1-0। ভারতীয় দল সগর্বে ফিরতে পারবে কিনা সেটা পরের প্রশ্ন। কিন্তু আপাতত পরের টেস্ট ম্যাচ তো বটেই, এমনকী আগামী কয়েক বছরও হয়তো এই লজ্জার 36 রান-এর সর্বনিম্ন স্কোর ছায়ার মতো কোহলিদের সঙ্গে হাঁটবে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে আট উইকেটের এই লজ্জাজনক হার কোহলিদের যন্ত্রণা দিতে পারে অনেকদিন। এর আগে টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২। ১৯৭৪ সালের ২০ জুন লর্ডসে ৪২ রানে শেষ হয়েছিল অজিত ওয়াদেকরের ভারত। যা ছিল ওই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস। এই রেকর্ডই ভাঙলেন বিরাটরা।
১৯৪৭ সালের ২৮ নভেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ রানে শেষ হয়েছিল ভারত। এত দিন সেটাই ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সর্বনিম্ন স্কোর। যা ভেঙে গেল শনিবার। ১৫ জানুয়ারি থেকে এখানেই সিরিজের শেষ টেস্ট। ১৯৫২ সালের ১৭ জুলাই ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে থেমেছিল ভারত। যা এখন তালিকায় চতুর্থ। 

Find Out More:

Related Articles: