বিরাট কোহলির প্রথম Audi গাড়ি আটক করল!

frame বিরাট কোহলির প্রথম Audi গাড়ি আটক করল!

A G Bengali
কোহলি Audi India- র ব্র্যান্ড অ্যাম্বাসাডর। Audi-র নতুন কোনও মডেল লঞ্চ হলেই কোহলি পেয়ে যান। এবার প্রশ্ন হল, পুরনো মডেলের গাড়িগুলির তা হলে কোহলি কী করেন! বিরাট কোহলির একটি অডি R8 মডেল এখন থানায় পড়ে রয়েছে। গাড়িটির উপর ধূলো জমেছে। কিন্তু কোহলির গাড়ি খানায় কেন! জানা গিয়েছে কোহলির সেই গাড়িটি ২০১২ সালের।
সাগর ঠাক্কর নামের একজনকে কোহলি ওই গাড়ি বিক্রি করেছিলেন। আড়াই কোটি টাকায় ওই গাড়ি কিনেছিলেন সেই ব্যক্তি। সাগর ঠক্করের নামে প্রতারণার মামলা চলছে। পুলিস তার সেই গাড়ি আটক করেছে। নিয়ম-কানুন মেনেই ওই গাড়ি বিক্রি করেছিলেন বিরাট। তাই এই গাড়ির সঙ্গে কোহলির আর কোনও সম্পর্ক নেই। তবুও কোহলির প্রথম গাড়ি। তাই খবরের শিরোনামে চলে এলেন বিরাট। 

Find Out More:

Related Articles:

Unable to Load More