আবারও সচিনের রেকর্ড ভাঙার মুখে ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানে পৌঁছে ছিলেন সচিন। ৩০৯ ম্যাচে ৩০০তম ইনিংসে তিনি পৌঁছেছিলেন ১২ হাজারে। সেই রেকর্ডই ভাঙার সামনে বিরাট। ২৫০ ম্যাচে ২৪১ ইনিংসে তাঁর রান এখন ১১,৯৭৭। আর ২৩ রান করলেই ১২ হাজার রানে পৌঁছবেন তিনি। বুধবার ক্যানবেরার মানুকা ওভাল মাঠে বিরাট এই কীর্তি করলে তা হবে ২৫১ ম্যাচে ও ২৪২ ইনিংসে। যা সচিনের থেকে অনেকটাই কম।
সার্বিক ভাবে বিরাট কোহালি হবেন একদিনের ক্রিকেটে ১২ হাজার রানে পৌঁছনো ষষ্ঠ ক্রিকেটার। সচিন ছাড়া বাকিরা হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৩ ম্যাচে, ৩১৪ ইনিংসে), শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা (৩৫৯ ম্যাচে, ৩৩৬ ইনিংসে), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (৩৯০ ম্যাচে, ৩৭৯ ইনিংসে) ও শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৪২৬ ম্যাচে, ৩৯৯ ইনিংসে)।
Find Out More: