ভারত ধোনির অভাব অনুভব করছে

A G Bengali
মহেন্দ্র সিং ধোনি। ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক, তথা প্রাক্তন ক্রিকেটার। অবসরের পরেও ধোনির প্রসঙ্গ উঠছেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করে হারের পরে সেই ধোনি নাম বারবার উঠছে।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ৩৭৫ রান তাড়া করতে নেমে ৬৬ রানে হারে ভারত। যার পরেই নিজের ইউটিউব চ্যানেলে হোল্ডিং বলেন, "এত রান তাড়া করা ভারতের পক্ষে সত্যি কঠিন। মহেন্দ্র সিংহ ধোনির উপস্থিতিই যে কত বড় অস্ত্র ছিল ভারতের, তা এখন টের পাওয়া যাচ্ছে। ধোনির অভাব সত্যি অনুভব করছে দল।" 
হোল্ডিং জানিয়েছেন, ধোনি যে ভাবে দায়িত্ব নিয়ে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বার করে আনতেন, সেটাই দেখা যাচ্ছে না বর্তমান দলের কারও মধ্যে। তিনি বলেছেন, "ভারতীয় ব্যাটিং অর্ডারে মাঝের সারিতে নেমেই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিত ধোনি। কত কঠিন ম্যাচও ওর জন্য সহজ মনে হত। অতীতে অনেক কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতেছে ভারত। যার অভাব চোখে পড়ছে এখন।" 

Find Out More:

Related Articles: