কোহলির ‘বিরাট’ রেকর্ড, টপকালেন পন্টিংকে

ARPAN GHOSH

বছর শুরুই হয়েছিল সবচেয়ে বেশি রানের মালিক হিসাবে। তারপর ছিল কোহলির ফর্ম। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে ১৭ বলে ২৬ রান করতেই ভেঙে গিয়েছিল বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড। অধিনায়ক হিসাবে সবচেয়ে দ্রুত বেশি রানের মালিক হলেন ভারত অধিনায়ক বিরাট কেহলি। পন্টিং ২৫২ ম্যাচে ১১ হাজার রান করেছিলেন। আর কোহলি মাত্র ১৯৬ ইনিংসে ১১ হাজার রানের মালিক হলেন অধিনায়ক হিসাবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Way to go! 💪🏼💪🏼💪🏼 #strongertogether

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Find Out More:

Related Articles: