মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে কী দাবি করলেন রবি শাস্ত্রী ?
বিশ্বকাপের পর আর ব্যাট, গ্লাভস হাতে মাঠে নামেননি ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপর গড়িয়েছে বহু জল। বিশেষ ছুটি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং করেছেন। একের পর এক সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জল্পনা এমন জায়গায় পৌঁছেছিল যে জাতীয় নির্বাচক এম এসকে প্রসাদকে আসরে নামতে হয়েছিল। কিন্তু সেই জল্পনার শেষ নেই, বরং বাড়ছে। তবে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। তিনি জানান, ‘‘এমএস-এর সঙ্গে আমার কথা হয়েছে। তবে তা ব্যক্তিগত। টেস্ট কেরিয়ার শেষ হয়ে গিয়েছে ধোনির। খুব শীঘ্রই ওর ওয়ানডে কেরিয়ারও শেষ হবে। ফলে শুধু টি টোয়েন্টি পড়ে রয়েছে। আইপিএল-এ অবশ্যই খেলবে ধোনি। এমএস সম্পর্কে একটা ব্যাপার আমি বলতে পারি, ও দলে নিজের জায়গা আটকে রাখবে না। আইপিএল-এ যদি দুর্দান্ত খেলে, তা হলে বিশ্বকাপের দলে এমএস থাকতেও পারে।’’
আবার ধোনির উত্তরসূরি হিসেবে পন্থের কথাই বলা হচ্ছে। সেই পন্থ নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। প্রতিটি সিরিজেই কিছু না কিছু ভুল করে চলেছেন তিনি। এ রকম পরিস্থিতিতে সমালোচকদের নখ-দাঁতে ক্ষতবিক্ষত পন্থের পাশে দাঁড়িয়ে শাস্ত্রী বলছেন, ‘‘পন্থের এখন মাত্র ২১ বছর বয়স। ২১ বছর বয়সে কোন উইকেটকিপার ১০০ রান করেছে? ক্যাচ যে ফেলছে না, তা নয়। অবশ্য ভুল তো হতেই পারে। ও যত পরিণত হয়ে উঠবে, ততই ভাল খেলবে।’’