সিরিজের শেষ ম্যাচে ভারতের সম্ভাব্য একদাশ কেমন হতে পারে

frame সিরিজের শেষ ম্যাচে ভারতের সম্ভাব্য একদাশ কেমন হতে পারে

GHOSH ARPAN

ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের ঘরের মাঠে দুরমুশ করে এবার নিজের দেশে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের ধ্বংসের সেই রেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অব্যাহত রাখল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় টিম। তিন ম্যাচের টেসল্ট সিরিজে শনিবার শেষ ম্যাচ। এই ম্যাচেও জিততে মরিয়া টিম ইন্ডিয়া। সিরিজ আগেই জেতা হয়েছে এবার শুধু হোয়াইট ওয়াশই একমাত্র লক্ষ্য। এই সিরিজে ভারতের সেরা প্রাপ্তি ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্কা আগারওয়াল। এবং অবশ্যই উইকেটকিপার হিসাবে ‘সুপারম্যান’ ঋদ্ধিমান সাহার আর্বিভাব। শেষ ম্যাচও প্রথম একাদশে কোনও পরিবর্তন আনা হবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। দেখে নেওয়া সিরিজের শেষ ম্যাচে কেমন হতে ভারতের সম্ভাব্য একাদশ –

 

রোহিত শর্মা

মায়াঙ্ক আগারওয়াল

চেতেশ্বর পূজারা

বিরাট কোহলি

আজিঙ্কে রাহানে

হনুমা বিহারী

ঋদ্ধিমান সাহা

রবীন্দ্রর জাদেজা

রবিচন্দন অশ্বিন

ইশান্ত শর্মা

মহম্মদ শামি

 

তবে ঘুরে দাঁড়ানোর ম্যাচে জোর ধাক্কা থেল দক্ষিণ আফ্রিকা। নির্ভরযোগ্য ব্যাটসম্যান আইডেন মারক্রাম চোট পেয়ে ছিটকে গেলেন শেষ টেস্ট থেকে। দ্বিতীয় টেস্টে হারের পর কোনও শক্ত বস্তুকে আঘাত করেছিলেন মারক্রাম। সেই কারণে ২৫ বছর বয়সী দক্ষিন আফ্রিকান ক্রিকেটারের হাতে চোট লাগে। সিটি স্ক্যান করে দেখা যায় তাঁর কবজির হাড়ে গুরুতর আঘাত লেগেছে। এরপরই তাঁকে তৃতীয় টেস্ট থেকে সরিয়ে নেওয়া হয়। দেশে ফিরে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন তিনি।


Find Out More:

Related Articles:

Unable to Load More