ক্যারোলিনার বাজিমাত,চিনা ওপেন ফাইনালে

frame ক্যারোলিনার বাজিমাত,চিনা ওপেন ফাইনালে

Paramanik Akash
চীনের ওম্যান সিঙ্গেল  গোল্ড বিজেতা তাই। টিজু উইংকে  ব্যাডমিন্টনের ফাইনালে হারিয়ে কাপ নিজের দখলে করলেন  ক্যারোলিনা। 
 এর আগে ক্যারোলিনা ইন্দোনেশিয়ার  এ. সি .এল মাস্টার্স লীগে, ভারতের সাইনা নেওয়ালের বিপক্ষে খেলেছিলেন। এছাড়া তিনি ভিয়েতনাম ওপেনেও  খেলেছেন। যদিও সেখানে তিনি  প্রথম পর্বে হেরে যান। অলিম্পিয়ান  ক্যারোলিনা  চিনা ওপেন এ  সায়াকা তাকাশি কে সেমি ফাইনালে২০-২২,২১ -১৩,২১-১৮ সেট এ পরাজিত করেন।
অপর দিকে চেন ইয়ুফি  কে মাত্র ৫৩ মিনিটে  ৬-২১,২১-১৩,২২-২০ সেট এ ধরাশায়ী করে ফাইনাল এ ওঠেন  উইং।  এদিন ম্যাচ এর প্রথম দিকে চোট সমস্যায় ক্যারোলিনা কিছুটা চাপের মুখে ছিলেন।  প্রথম সেট এ ১৪-২১ এ জেতার পর দ্বিতীয়  সেট এর করা টক্কর সত্ত্বেও ২১-১৭,২১-১৮ তে ম্যাচ নিজের দখলে করে নেয় স্প্যানিশ ক্যারোলিনা।


Find Out More:

Related Articles:

Unable to Load More