সুশান্তের মৃত্যু, আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। কিন্তু এসএসআর-এর মৃত্যুর ঘটনায় এবার আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি। PTI সূত্রে খবর, বৃহস্পতিবারই, বিহার পুলিসের কাছে সুশান্ত সিং রাজপুতের বাবার FIR কপি চেয়ে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেখানে রিয়া চক্রবর্তী সহ আরও ৫ জনের বিরুদ্ধে সুশান্তের অ্যাকউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ করেছিলেন কে কে কে সিং রাজপুত। এরপরই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (Prevention of Money Laundering Act) এই মামলা দায়ের করল ED। সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা নয়ছয়ে যে অভিযোগ উঠেছে রিয়া সহ ৫ জনের বিরুদ্ধে, সেটিই এবার খতিয়ে দেখবে ED। আগামী সপ্তাহেই রিয়া চক্রবর্তী সহ অন্যান্যদের অর্থাৎ যাঁদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে, তাঁদেরকে EDর তরফে ডেকে পাঠানো হতে পারে বলে খবর। 

Find Out More:

Related Articles: