লিগ টেবিলে তিন নম্বরেই রইলেন ঝুলনরা

A G Bengali
মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই চলতি মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হারল প্রমীলাবাহিনী। ফলে জলে গেল ঝুলন গোস্বামীর নজির। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫০ উইকেটের মালকিন হলেন 'চাকদহ এক্সপ্রেস'। ট্যামি বিউমন্টকে আউট করে মহিলাদের একদিনের একমাত্র বোলার হিসেবে ২৫০ উইকেট নিলেন তিনি। ফলে মহিলাদের একদিনের ম্যাচে সর্বাধিক উইকেট নিয়ে শীর্ষে চলে গেলেন বাংলার ঝুলন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যুগ্মভাবে মহিলা বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ঝুলন। অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের সঙ্গে একই বন্ধনীতে জায়গা করে নিলেন তিনি।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। স্মৃতি মান্ধানা ৩৫ রান করলেও ভারতের অন্য ওপেনার যষ্টিকা ভাটিয়া ফিরে যান মাত্র ৮ রান করে। অধিনায়ক মিতালি রাজ করেন ১ রান। কোনও রান পাননি দীপ্তি শর্মা। হরমনপ্রীতের সঙ্গে জুটি বেঁধে ৩৩ রান করেন স্মৃতি। কিন্তু ব্যক্তিগত ১৪ রানের মাথায় ফিরে যান হরমনপ্রীত। স্নেহ রানাও খাতা খুলতে পারেননি। এমন অবস্থায় ভারতের হয়ে শেষ মুহূর্তে হাল ধরেন বাংলার রিচা ঘোষ এবং ঝুলন গোস্বামী। তাঁদের ব্যাটে ভর করে ইংল্যান্ডের সামনে ১৩৪ রান তোলে ভারত। ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। ঝুলন এবং মেঘনা সিংহ চার রানের মধ্যে দুই উইকেট ফেলে দেন। কিন্তু সেই আঘাত স্থায়ী হতে দেননি ইংরেজ অধিনায়ক। ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন নাইট। তাঁকে সঙ্গ দেন ন্যাট সিভার। ৫৩ রান করে অপরাজিত থাকেন নাইট। সিভার ফিরে যান ৪৫ রানে। তিনি ফেরার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকলেও অল্প রানের পুঁজি নিয়ে খুব বেশি লড়াই করতে পারেননি ঝুলনরা।

Find Out More:

Related Articles: