হিঙ্গলগঞ্জে পোশাক বিতরণ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

A G Bengali
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পোশাক বিতরণ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি আধিকারিকদের উপর রাগ করে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে বসেই রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে হাত নেড়ে মুখ্যমন্ত্রীর আহ্বান, ‘‘আপনারা বসে থাকুন। আমিও বসলাম।’’ সরকারি আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন।মুখ্যমন্ত্রী বলতে থাকেন, ‘‘দেখুন, কত কষ্ট করে এখানে আসব বলে তিন দিন ধরে কম্বল, চাদর এবং সোয়েটার কিনেছি। আর এসে দেখছি নেই! বলুন বিডিওকে নিয়ে আসতে আমি বসব।’’ তাঁর সংযুক্তি, ‘‘জিনিস পাঠালে সেটা না পৌঁছলে আমার গা জ্বালা করে।’’ এর পর সরকারি আধিকারিকদের নির্দেশের সুরে মমতা বলেন, ‘‘নিয়ে এসো এখানে। আমি বলছি। কোথায় জিনিসপত্র? কোথায়?’’ মুখ্যমন্ত্রী জানান, তিনি আগেই বলেছেন, সবার হাতে হাতে এই পোশাক বিতরণ করবেন। প্রশ্ন করেন, কেন বিডিও অফিসে ওই সব পোশাক পড়ে থাকল। উষ্মার সুরে মমতা বলেন, ‘‘আমি আর মিটিং করব কী! আমি তো ওটাই দিতে এসেছিলাম। শীতকাল, যদি তোমরা ঠিক মতো কাজই না করেন…!’’

প্রশাসনের উপরে ক্ষোভ উগরে গিয়েই ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী, মঞ্চ থেকে ঘোষণা করে দেন, শীতবস্ত্র যতক্ষণ না আসে ততক্ষণ আপনারা বসুন, আমিও বসলাম। মমতার ওই কথা শুনে মঞ্চের সামনে বসে থাকা জনতা হাততালিতে ফেটে পড়লে প্রবল বিপাকে পড়ে যান প্রশানসের আধিকারিকরা। মমতা তাঁর বক্তব্যে বলেন, বনদেবীর পুজো উপলক্ষ্যে আমি শীতবস্ত্র কিনে এনেছি। আর এসে দেখছি ভোঁ ভাঁ! জিনিস দিলে যদি ঠিকমতো না পৌঁছায় তাহলে আমার খুব গায়ে জ্বালা ধরে। পুলিস একটা অন্য়ায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি। অথচ আমি জানিই না। আমার কোনও দোষই নেই। প্রশাসনের লোকজনের দৌড়াদৌড়ির মধ্যে প্রায় পনেরো মিনিট পর সেই শীত বস্ত্র মঞ্চে এসে পৌঁছায়। মুখ্যমন্ত্রী বেশ কয়েকজনের হাতে সেইসব শীতবস্ত্র তুলে দেন।

Find Out More:

Related Articles: