দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ

A G Bengali
দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম মহানগরে। পাশাপাশি তাপমাত্রা বাড়বে শহরের। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়নি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে৷ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের ওপর থাকতে পারে। 

অন্যদিকে, আগামী চাঁর-পাচ দিন উত্তরের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতেও  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। সেভাবে বৃষ্টি হবে না।  মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের কাছাকাছি থাকায় বৃষ্টির পরিমাণ বাড়ছে উত্তরবঙ্গে। উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে গলকালও। আজও সেই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের নদীগুলোতে জলস্তর বেড়েছে। জলমগ্ন শিলিগুড়ি, জলপাইগুড়ির রাস্তাঘাট। তবে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। কিন্তু ভারী বৃষ্টি হবে শুধুমাত্র দার্জিলিং জেলাতে।

Find Out More:

Related Articles: