কলকাতায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা

A G Bengali
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়। কোথাও ভারী, কোথাও বা হালকা। এর মধ্যে দুপুরের দিকে একনাগাড়ে আধ ঘণ্টার ভারী বৃষ্টিতে মধ্য কলকাতার মহাকরণ, লালবাজার ও ধর্মতলা এলাকার বিভিন্ন রাস্তা জলে ডুবে যায়। জল সরতে বেশ কিছু ক্ষণ সময় লাগে। প্রশ্ন উঠেছে, আধ ঘণ্টার বৃষ্টিতেই যদি রাস্তাঘাটের এই অবস্থা হয়, তা হলে আরও বেশি ক্ষণ বৃষ্টি হলে কী ভাবে?

এরই মধ্যে আবার আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ আজ থেকে বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে ২ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ শনিবার থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। ৪৮ ঘণ্টা পর্যন্ত এই পরিস্থিতি চলবে৷ তার পর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে। দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে, ভারী বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। ৩১ জুলাই রবিবার এবং ১ অগস্ট সোমবার একটু বেশি বৃষ্টি হবে বীরভূম, নদীয়া, উত্তর চব্বিশ পরগনায়। ৩১ জুলাই কলকাতায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে৷ তবে তিলোত্তমায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতায়। দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

Find Out More:

Related Articles: