ভুবনেশ্বরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

A G Bengali
আদালতের নির্দেশ মেনে ইডির হেফাজতে থাকা ‘অসুস্থ’ পার্থ চট্টোপাধ্যায়কে পাঠাতে হবে ভুবনেশ্বর এমস। মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার ব্যবধান। তার মধ্যেই বাংলার রাজধানী থেকে ওড়িশার রাজধানী পৌঁছে যান পার্থ। এই যাওয়ার পথে মাত্র কয়েক মুহূর্ত পার্থের সামনাসামনি হওয়ার সুযোগ মেলে সংবাদমাধ্যমের। মন্ত্রীকে প্রশ্ন করা হয়, কেমন আছেন তিনি। গত শনিবার ইডির হাতে গ্রেফতার ইস্তক যে কয়েক বার সংবাদমাধ্যমের সামনে এসে পড়েছেন, অল্প বলেছেন তৃণমূল মহাসচিব। সোমবার ওড়িশায় গিয়েও কিছুই বললেন না। সাংবাদিকদের প্রশ্ন শুনলেন। ঘাড় নেড়ে শুধু আলতো ভাবে বুকে হাত রাখলেন। পার্থ ইশারায় বোঝালেন, শরীরটা ভাল নেই।

প্রসঙ্গত, রবিবার কলকাতা হাইকোর্ট পার্থ চট্টোপাধ্য়ায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার অনুমতি দেয় ইডিকে। তারপরই সোমবার সকাল ৮টার বিমানে তাঁকে নিয়ে ভুবনেশ্বর পৌঁছন ইডি আধিকারিকরা। এসএসকেএম থেকে গ্রিন করিডর করে মন্ত্রীকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে। এয়ার অ্যাম্বুল্যান্সে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে ছিলেন চিকিৎসক ও আইনজীবীও। সোমবার ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষা হবে এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ইডির দাবি মেনে ভুবনেশ্বর এইমসে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, ভুবনেশ্বর এইমস হাসপাতালে কার্ডিওলজি, নেফ্রলজি, রেস্পিরাটরি মেডিসিন এবং এন্ডোক্রিনোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি বিশেষ দল গঠন করতে হবে। সেই দল পার্থ চট্টোপাধ্যায়ের পরীক্ষা করবে বলে জানা গিয়েছে। আদালতের নির্দেশ, সোমবার বিকেল তিনটের মধ্যে শারীরিক পরীক্ষার রিপোর্ট তৈরি করতে হবে।

Find Out More:

Related Articles: