দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। এরপর সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণ দিলেন দ্রৌপদী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। বক্তব্য পেশ করতে এসে দ্রৌপদী বলেন, ‘‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমিই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি যে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে।’’
নতুন রাষ্ট্রপতি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামীরা এই দেশকে যেভাবে দেখতে চেয়েছিলেন তাঁদের স্বপ্ন-কল্পনা ও ভাবনা-আদর্শকে মর্যাদা দেওয়ার কথা মনে করিয়ে দেন দ্রৌপদী মুর্মু। তাঁর ভাষণে তিনি মনে করিয়ে দেন, তিনিই প্রথম রাষ্ট্রপতি যিনি স্বাধীন দেশে জন্মেছেন। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করাকেও তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। নিজের শিকড়ের কথাও বলেন তিনি। জানান, এমন একটা গ্রাম থেকে তিনি উঠে এসেছেন, যেখানে প্রাথমিক শিক্ষা লাভ করাটাও কঠিন। তাঁর মতো এক নারীর ভারতের রাষ্ট্রপতি-পদে বসাটা শুধু তাঁর ব্যক্তিগত অর্জনই নয়, তা এই দেশেরও সাফল্য। এরপরই তিনি উল্লেখ করেন, দেশের পিছিয়ে-থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন তিনি। নারী ও তরুণদের বিশেষ সহায়তা দেওয়ার কথাও মনে রাখবেন তিনি।