আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে,ওড়িশায় থাকা নিম্নচাপের দরুন সমুদ্র তীরবর্তী এলাকায় হাওয়ার তীব্রতা বেশি থাকবে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে সে ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে সেখানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, এখনও পর্যন্ত (১ জুন থেকে) দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৫ শতাংশ। সেখানে তিন শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বৃষ্টির মাত্রা বাড়বে। আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা বৃষ্টি হবে। শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়বে। মঙ্গলবারও (১৯ জুলাই) উত্তরবঙ্গে একইরকম আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ওই পাঁচ জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে।