উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ

A G Bengali
এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী। সাত জেলায় পাশের হার সবচেয়ে বিশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। সায়নদীপ পেয়েছেন ৪৯৭। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ এপ্রিল। ২৭ এপ্রিল শেষ পরীক্ষা হয়। এবারে পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের চেয়ে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন। করোনার কারণে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বার নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়।

এবছরের পরীক্ষাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন সংসদ সভাপতি। এই প্রথমবার পরীক্ষা হোম সেন্টারে অনুষ্ঠিত হয়। সেই বিষয়টি উল্লেখ করেন সংসদ সভাপতি। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কোনও অভিযোগ আসেনি। পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও কোনও অভিযোগ ওঠেনি বলে দাবি করেন সংসদ সভাপতি। পাশাপাশি এর আগে কখনও পরীক্ষার মাত্র ৪৪ দিনে ফল প্রকাশ করা হয়নি।


Find Out More:

Related Articles: