ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি

A G Bengali
মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্র উপকূলে পৌঁছনোর কথা ‘অশনি’র। তারপর সামান্য বাঁক নিয়ে উত্তর দিকে ওড়িশা উপকূলের দিকে এগোবে। যদিও স্থলভাগে এর আছড়ে পড়ার সম্ভাবনা কম বলেই জানান হয়েছে৷ এই ঘূর্ণিঝড়ের জেরে মঙ্গল থেকে বৃহস্পতি দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। অশনির প্রভাবে ১০ মে থেকে দক্ষিণ বঙ্গে বৃষ্টি শুরু হবে। ১০ থেকে ১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হলেও ১১ তারিখ থেকে ১২ মে পর্যন্ত দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের আগামী কয়েকদিন বিশেষ করে ১০ থেকে ১২ মে সমুদ্রে না যাওয়র জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকে প্রচার করা হয়েছে।

একইভাবে দিঘা, মন্দারমনি সমুদ্রতটে যাওয়া নিয়ে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে, আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়  আকাশ আংশিক মেঘলাই থাকবে। গুমোট গরম বজায় থাকবে প্রায় সারাদিন। ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৭৫ শতাংশ, ন্যূনতম ৬০ শতাংশ।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফরের দিন বদল। এক সপ্তাহ পিছিয়ে গেল সফর। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। সেই দুর্যোগ মোকাবিলায় ব্যস্ত থাকবে জেলা প্রশাসন। তাই এক সপ্তাহ পিছিয়ে গেল সফর।

Find Out More:

Related Articles: