আজ বৃষ্টি হতে পারে কলকাতায়

A G Bengali
আজ বৃষ্টি হতে পারে কলকাতায়। অন্তত এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বৈশাখে এখনও কালবৈশাখীর দেখা মেলেনি কলকাতায়৷ বরং ক্রমশ গরম বেড়েছে কলকাতায়। গত কয়েক দিনে হাঁসফাঁস অবস্থা শহরের। একটু স্বস্তির আশায় আকাশে তাকিয়ে তাই নগরবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ হয়তো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় বৃষ্টি হলেও তা খুব সামান্য হবে বলেই জানান হয়েছে।

অন্যদিকে, বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলায় অভিযুক্ত লিজ়া মুখোপাধ্যায়-সহ ছ’জনকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল শিয়ালদহ আদালত। শুক্রবার দুপুর ২টো নাগাদ লিজ়া-সহ ছ’জনকে ওই আদালতে তোলা হয়। সেখানে সরকারি আইনজীবী ও অভিযুক্তদের আইনজীবীর বক্তব্য শোনার পরে বিচারক ওই নির্দেশ দেন। এ দিন যাঁদের আদালতে তোলা হয়, সেই অভিযুক্তদের মধ্যে লিজ়ার ছেলে ড্যানিয়েল রাজীব মুখোপাধ্যায় ওরফে শেখ শাহরুখউদ্দিন এবং বোন শাবানা খাতুনও ছিলেন। আদালত সূত্রে জানা গিয়েছে, এন্টালি থানার অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের নাসিকের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হওয়া লিজ়া-সহ ওই ছ’জনকে ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। তার পরে এ দিন তাঁদের শিয়ালদহের এসিজেএম আদালতে তোলা হয়। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক ধৃতদের ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজত দেন। এর আগে তদন্তকারীরা জানান, লিজ়া যাঁদের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ, তাঁরা বেশির ভাগই নিম্নবিত্ত। তাঁদের কাছ থেকে টাকা নিয়ে একাধিক ফ্ল্যাট, গাড়ি, স্কুল, খাবারের দোকান ও মনোহারি দোকান-সহ নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন লিজ়া।

Find Out More:

Related Articles: