ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর সমর্থন তৃণমূলকে

A G Bengali
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘর ভেঙেছে। তাঁর ভগ্নিপতি ও ভাগ্নের সঙ্গে ভাইপো সৌরভ সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এবার লিফলেট বিলি করে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী রবীন্দ্র সিং। শুধু তাই নয়, তাঁর বিরোধী তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল রাউতকে যোগ্য বলে মনে করে তাঁর সমর্থনেই ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী রবীন্দ্র সিং। অভিনব এই ঘটনাস্থল অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ড। কেন তিনি এমন কাজ করলেন?‌ এই বিষয়ে রবীন্দ্র সিং বলেন, ‘‌গোপালবাবু অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে আমি দাঁড়াবো না। বরং একসঙ্গে উন্নয়নমূলক কাজ করতে চাই। তাই ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’‌

অন্যদিকে, দলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখল কে মুছল? বহরমপুরে (Berhampore) অধীর চৌধুরীর (Adhir Chowdhuri) নেতৃত্বে মিছিল চলাকালীন প্রতিবাদে শামিল হলেন তৃণমূল (TMC) কর্মীরা। উঠল স্লোগানও। দোরগোড়ায় পুরভোট (Municipal Election 2022)।  প্রচার চলছে জোরকদমে। বহরমপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল (TMC) প্রার্থী অপর্ণা শর্মা, আর ৮ নম্বর ওয়ার্ডে ববিতা ভল্লার। দুই প্রার্থীর সমর্থনে এলাকায় দেওয়াল লিখেছেন দলের নেতা-কর্মীরা। রাজ্যের শাসকদলের অভিযোগ, রাতের অন্ধকারে সেই দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। এমনকী, ফ্লেক্স ও পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তা, এমনকী ড্রেনেও! খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূলের স্থানীয় নেতারা ও পুলিস।

Find Out More:

Related Articles: