জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন এক সেনা জওয়ান

A G Bengali
সেনা সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ওয়াটনার এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর এসেছিল। এর পরেই ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনাবাহিনী। নিরাপত্তাবাহিনীকে এলাকা ঘিরে ফেলতে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেই সময়ে জঙ্গিদের গুলিতে একজন সেনা জওয়ান নিহত হয়েছেন। এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে কত জন জঙ্গি লুকিয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, গুলির লড়াই এখনও জারি রয়েছে। সম্ভবত দুই-তিন জন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে। কাশ্মীরে গত ছয় সপ্তাহের মধ্যে বারবার পঞ্চয়েতের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে চলেছে। গত কালই বারামুলায় একজন সরপঞ্চের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। গতকাল বিকেলে মঞ্জুর আহমেদ বাঙ্গরো নামে ওই গ্রামপ্রধানকে একেবারে সামনে থেকে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু পথেই প্রাণ হারান ওই সরপঞ্চ। (এই প্রতিবেদনের ছবি প্রতীকী)

অন্যদিকে, প্রতিবেশি দেশ চিন এবং এশিয়ার দেশগুলিতে রেকর্ড বৃদ্ধি পেয়েছে করোনা৷ এবার দিল্লিতেও যে হারে বাড়ছে কোভিড বাড়ছে তা নিয়ে চিন্তা বাড়ছে। রাজধানীতে এখন প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। তবে কি চতুর্থ তরঙ্গ আসছে? উল্লেখযোগ্যভাবে, দিল্লিতে করোনার দৈনিক ইতিবাচকতার হার গত সাত দিনে ৪ শতাংশের বেশি বেড়েছে। শনিবার রাজধানীতে ৩৬৬ জন আক্রান্ত হয়েছিল, রবিবারে সেই সংখ্যা পাঁচশো ছুঁইছুঁই। দিল্লিতে পজিটিভিটি রেট প্রায় ৫.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২.৫ শতাংশ বেড়েছে৷ শনিবারই পজিটিভিটি রেট প্রায় ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। সাত দিনের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে এক সপ্তাহ আগে যেখানে সংক্রমণ ছিল ১.২৯ শতাংশ, এক সপ্তাহ পরে তা হয়ে গিয়েছে ৫.৩৩ শতাংশ। তবে ২৪ ঘণ্টায় মৃত্যুহার তেমন বাড়েনি। এখনও পর্যন্ত ২৬ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন কোভিড মুক্ত হয়েছেন। এর আগে দিল্লিতে ১৪ জানুয়ারি পজিটিভিটি রেট ৩০ শতাংশ ছিল, যা সর্বোচ্চ।

Find Out More:

Related Articles: