আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

A G Bengali
মার্চ থেকে মে তিন মাসে একটানা তাপপ্রবাহের আশঙ্কা কম বাংলায়। আবহাওয়াবিদরা তেমনটাই পূর্বাভাস দিয়েছেন। ৩ মাসে তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। ৩ মাসে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। মার্চেও সর্বোচ্চ তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা। তবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

অন্যদিকে, কলকাতা লাগোয়া দক্ষিণ শহরতলির চার পুরসভায় শাসকদলের দাপট বাড়ল। সেই সঙ্গে বিরোধীশূন্য হওয়ার নজির গড়ল বারুইপুর এবং বজবজ পুরসভা। রাজপুর-সোনারপুর এবং মহেশতলা পুরসভায় একটি করে ওয়ার্ড জিতেছে সিপিএম এবং কংগ্রেস। তবে চার পুরসভাতেই কার্যত ধুয়েমুছে সাফ বিজেপি। বিধানসভা নির্বাচনের তুলনায় ভোটের পরিমাণ বাড়িয়ে চারটি পুরসভাতেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তার পরেই কাছাকাছি রয়েছে কংগ্রেস। বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। বিদায়ী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানও জয়ী হয়েছেন। বিগত নির্বাচনে ওই পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটিতে (৪ নম্বর ওয়ার্ড) জয়ী হয় বিজেপি। বাকি সবক’টিই ছিল তৃণমূলের হাতে। বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বজবজে ২০টি ওয়ার্ডের ১৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বোর্ড দখল করেছে তৃণমূল। ৫ এবং ৮ নম্বর ওয়ার্ডে ভোট হলেও তৃণমূলের দখলে গিয়েছে। বিগত পুরভোটেও বজবজের ১৮টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল।

Find Out More:

Related Articles: