ক্রমেই সুস্থ হচ্ছে দেশ

A G Bengali
ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। গত কয়েকদিন ধরেই দেশের দৈনিক সংক্রমণ নিম্নমুখী। গতকালের চেয়ে এদিন আরও কমেছে সংক্রমণ, কমেছে করোনায় মৃতের সংখ্যাও। স্বস্তি মিলেছে অ্যাক্টিভ কেসেও। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন। গতকালের চেয়ে এদিন ৪ হাজার ৮০০-র বেশি কমেছে সংক্রমিতের সংখ্যা। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনামুক্ত হয়েছেন ৬৬ হাজার ২৫৪ জন।

অন্যদিকে, সংক্রমণ কমতেই রাজ্যে-রাজ্যে বিধি-নিষেধ তোলার কাজও শুরু হয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে করোনা সংক্রান্ত বেশ কিছু বিধি-নিষেধ উঠছে। রাজ্যে-রাজ্যে খুলে যাচ্ছে স্কুল , কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলগুলিত থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ চলছে। সব মিলিয়ে করোনার আঁধার কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরানেরা চেষ্টা চলছে দেশের সর্বত্র। কেন্দ্রের তরফেও এবার রাজ্যগুলিকে বিধি-নিষেধ শিথিল বা তুলে নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রের তরফেও এবার রাজ্যগুলিকে বিধি-নিষেধ শিথিল বা তুলে নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে ১৭৪ কোটি ৬৪ লক্ষ ৯৯ হাজার ৪৬১ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে, এমনই তথ্য মিলেছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। দেশে করোনার টিকাদানের ক্ষেত্রে নজির গড়েছে সমুদ্র-রাজ্য গোয়া। গোয়ায় মোট যোগ্য জনসংখ্যার ১০০ শতাংশকেই টিকাকরণের আওতায় আনা সম্ভব হয়েছে।

Find Out More:

Related Articles: