তৃণমূলের কোর কমিটির বৈঠকে চূড়ান্ত হল জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম

A G Bengali
তৃণমূলের কোর কমিটির বৈঠকে চূড়ান্ত হল জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম। শনিবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন বৈঠক শেষে পার্থবাবু ১৯ জনের জাতীয় কর্মসমিতির তালিকা ঘোষণা করেন। সঙ্গে জানান, নতুন করে পদাধিকারীদের নাম ঘোষণা করবেন দল। যার ফলে বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রইলেন না অভিষেক। পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম শুধু জাতীয় কর্মসমিতির সদস্যদের নামের তালিকা বৈঠকের শেষে পড়ে দিয়েছেন। দলের জাতীয় স্তরের সমস্ত পদের অবলুপ্তির কথা শনিবার কালীঘাটে মমতার ডাকা দলের বৈঠকের পর জানিয়ে দিয়েছেন পার্থ। পার্থ অবশ্য সরাসরি ‘শীর্ষপদের অবলুপ্তি’ শব্দবন্ধটি ব্যবহার করেননি। তিনি বলেছেন, ‘‘জাতীয় কর্মসিমিতি ঘোষিত হল। এর পর পদাধিকারীদের নাম নেত্রী ঘোষণা করবেন।’’

তৃণমূলের জাতীয় কর্মসমিতি
মমতা বন্দ্যোপাধ্যায়
অমিত মিত্র
পার্থ চট্টোপাধ্যায়
সুব্রত বক্সি
ফিরহাদ হাকিম
সুদীপ বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
শোভনদেব চট্টোপাধ্যায়
বুলুচিক বরাইক
চন্দ্রিমা ভট্টাচার্য
কাকলি ঘোষদস্তিদার
সুখেন্দুশেখর রায়
জ্যোতিপ্রিয় মল্লিক
অসীমা পাত্র
মলয় ঘটক
রাজীব ত্রিপাঠী
অনুব্রত মণ্ডল
গৌতম দেব
অরূপ বিশ্বাস
যশবন্ত সিং
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের বৈঠকে জাতীয় কর্মসমিতি ছাড়া অন্য কোনও বিষয়ে আলোচনা হয়নি। প্রসঙ্গত, অভিষেক গোয়ায় বিধানসভা ভোটের বিষয়টি দেখভাল করছেন। আগামী সোমবার সেখানে ভোট। মমতা গোয়ার ভোটের প্রসঙ্গে বলেন, তৃণমূল গোয়ায় চার থেকে পাঁচটি আসনে ভাল লড়াই করবে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিও দু-তিনটি আসনে ভাল লড়াই করবে বলে দাবি করছে। তার পরেই মমতা জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম জানিয়ে দেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতার কথায়, ‘‘এতদিনে ওয়ার্কিং কমিটি গঠন সম্পূর্ণ হল। নেতাজি ইন্ডোরে নেত্রী যে চার-পাঁচ জনের নাম বলেছিলেন, এতদিন তাঁরাই কাজ চালাচ্ছিলেন। এ বার পূর্ণাঙ্গ কমিটি হল।’’

Find Out More:

Related Articles: