সোনারপুর ও বাসন্তীতে বাজার 'লকডাউন'-এর সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন

A G Bengali
হু হু করে বাড়ছে করোনা। এই অবস্থায় সোনারপুর ও বাসন্তীতে বাজার 'লকডাউন'-এর সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন। রাজপুর-সোনারপুর পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ সকাল থেকে বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন করে পুলিস। গড়িয়া বাজার যৌথভাবে পরিদর্শন করেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম ও নরেন্দ্রপুর আইসি অনির্বাণ বিশ্বাস। এরপরই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ৬,৭,১০ ও ১১ জানুয়ারি সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ রাখা হবে। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। এরমধ্যে বাজারগুলি স্যানিটাইজ করার কাজ করবে পুরসভা। এর পাশাপাশি মাস্ক ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখলেই, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা বুধবারের তুলনায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৬ শতাংশ। সুস্থতার হার সামান্য কমেছে বুধবারের তুলনায়। বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন। বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৮৫ হাজার ৪০১।

Find Out More:

Related Articles: