ওমিক্রমন আতঙ্কের মাঝেই দেশে হু হু কর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে হয়েছে ২২ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ২২ হাজার ৭৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৯৪৯ জন। দ্বিগুণ হারে বাড়তে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ গত ৪ দিনে আড়াইগুণ হারে বেড়েছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪ হাজার ৭৮১। সুস্থতার হার এখন ৯৮.৩২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৬ জনের। অন্যদিকে, গত দু'সপ্তাহে কলকাতায় যে হারে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়েছে, তা নিয়ে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। গত দু'সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত বাড়ার তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ওই চিঠিতে। কেন্দ্রের হিসেবে এক সপ্তাহে পশ্চিমবঙ্গের পজিটিভিটি রেট ১.৪৫ শতাংশ থেকে বেড়ে ৩.১ শতাংশ হয়েছে। ১২.৫ শতাংশ পজিটিভিটি রেট রয়েছে দেশের এমন আটটি জেলার মধ্য়ে একটি কলকাতা।
অন্যদিকে, জয় দিয়েই বছর শেষ হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। গোলও পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উল্লসিত পর্তুগিজ তারকা জানালেন, এ ভাবেই ২০২১ সালকে বিদায় জানাতে পেরে খুশি। ওল্ড ট্র্যাফোর্ডে যখন খুশির মেজাজ, অশান্তির ছায়া স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসি ম্যানেজার থোমাস টুহলের বিরুদ্ধে তোপ দাগলেন রোমেলু লুকাকু। বেলজিয়ামের তারকা জানিয়ে দিলেন, তিনি প্রাক্তন পিএসজি-গুরুর ফুটবল দর্শন দরতেই পারছেন না। বরং একধাপ এগিয়ে জানিয়ে দিলেন, তেমন হলে আবারও ফিরে যাবেন ইন্টার মিলানে।