দেশে একশোর গণ্ডি পেরিয়েছে ওমিক্রন সংক্রমণ

A G Bengali
দেশে ক্রমশই বেড়ে চলেছে ওনিক্রন আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানান হয়েছে, ইতিমধ্যে দেশে একশোর গণ্ডি পেরিয়েছে ওমিক্রন সংক্রমণ। ভারতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৩২ জন ওমিক্রনে (Omicron) আক্রান্ত। এছাড়া দিল্লিতে ২২ জন, রাজস্থানে ১৭ জন আক্রান্ত। কর্ণাটক ও তেলেঙ্গানায় ৮ জন করে এবং গুজরাট ও কেরলে ৫ জন করে আক্রান্ত। অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাডু এবং পশ্চিমবঙ্গে এক জন করে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।

ওমিক্রন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসাবে দেশের ১৯টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। সতর্কতা হিসাবে যে চলতি বিধিনিষেধ মেনে চলা হয়, সেগুলিকেই আরও কড়া ভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে। এর মধ্যে মাস্ক পরা, শরীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলি আরও কঠোর ভাবে প্রয়োগের কথাও বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ভ্রমণ না করা, ভিড়-অনুষ্ঠান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবারই দিল্লিতে ১০ জন ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। যদিও এটি স্বাস্থ্যমন্ত্রকের ‘রুটিন’ সাংবাদিক বৈঠক। তবু, করোনার নয়া এই রূপের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রকের উদ্বেগ তাৎপর্যপূর্ণ। প্রয়োজন ছাড়া ভ্রমণ না করা, ভিড়-অনুষ্ঠান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবারই দিল্লিতে ১০ জন ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। যদিও এটি স্বাস্থ্যমন্ত্রকের ‘রুটিন’ সাংবাদিক বৈঠক। তবু, করোনার নয়া এই রূপের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রকের উদ্বেগ তাৎপর্যপূর্ণ।

Find Out More:

Related Articles: