প্রধানমন্ত্রীকে শিল্প সম্মেলনে আমন্ত্রণ মমতার

A G Bengali
বুধবার সাউথ ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সাক্ষাৎ শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী বছর এপ্রিল মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন উনি।’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘‘আমপান-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ নিয়ে কথা হয়েছে। প্রায় ৯৬ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পায় রাজ্য। বিএসএফ-এর কাজ সীমান্ত সামলানো। কিন্তু এ দিকে গুলি চালাচ্ছে। বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা উচিত নয়। রাজ্যের সাহায্য চাইলে রাজ্য সাহায্য করতে প্রস্তুত। এ ছাড়াও করোনা টিকাকরণে জন্য আরও টিকা লাগবে। তা জানিয়েছি। ১২-১৮  বছর বয়সিদের টিকাকরণ নিয়ে কথা হয়েছে। বাংলার পাটশিল্প নিয়ে আলোচনা হয়েছে।’’
অন্যদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (Biplab Dev) কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগের বিরুদ্ধে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে এফআইআর দায়ের হলো ত্রিপুরায়। সোহেল রানা নামে এক বিজেপি নেতা অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত ২০ নভেম্বর ত্রিপুরায় নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ফিরহাদ। মানহানিকর শব্দ ব্যবহার করেছেন কলকাতার মুখ্য পুরপ্রশাসক। তার মধ্যে রয়েছে, তুইতোকারি করা, কুয়োর ব্যাঙ বলা, জুমলাবাজ, দালাল-এর মতো অশ্রাব্য শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। অভিযোগকারী বিজেপি নেতার দাবি, ফিরহাদ জনসভা থেকে বলেন, তুই এখানে আমায় মারলে ওখানে পাঁচ মিনিটে পাঁচটা মারব। মন্ত্রীর এমন শব্দ ব্যবহারে রাজ্যের শান্তি নষ্ট হচ্ছে বলে দাবি বিজেপি নেতার।

Find Out More:

Related Articles: