দেশের দৈনিক কোভিড সংক্রমণ বাড়ল বৃহস্পতিবার

A G Bengali
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। বুধবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৮২৩। অর্থাৎ বুধবারের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০। আক্রান্তের পাশাপাশি বেড়েছে দেশের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৪৬ জন। দেশের মোট মৃত্যুর অর্ধেকই হয়েছে কেরলে (১২৩)। মহারাষ্ট্রেও দৈনিক মৃত্যু ৫০-এর আশপাশে। বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা অনেকটা কম রয়েছে। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৪৩৫ জনের।

অন্যদিকে, মঙ্গলবারের তুলনায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৩ জন বাড়লেও গত কয়েক দিন ধরে তা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন বা কোভিড মুক্ত হয়েছেন ৭৭৫ জন। সুস্থতার হার ৯৮.৩২।  এর পাশাপাশি রাজ্যে গত একদিনে করোনার শিকার হয়েছেন ১১ জন। কয়েক দিন ধরেই মৃত্যুর সংখ্য়া এগারোর পাশাপাশি ঘোরফেরা করছে। মৃত্যু হার গিয়ে দাঁড়িয়েছে ১.২০ শতাংশ। করোনার প্রথম ঢেউয়ের সময়ে গোটা রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলির মতো জেলা। এবারও হয়তো আশঙ্কা তৈরি করছে কলকাতা। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৩ জন। এনিয়ে শহরে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্য়া ৩,১৮,৫৪৬ জন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এর পাশাপাশি গত একদিনে হাওড়ায় আক্রান্ত ৬৭, দক্ষিণ ২৪ পরগনায় ৪২, হুগলিতে ৫৩ জন, দার্জিলিংয়ে ৩৯ জন ও নদিয়ায় ৪৬ জন।

Find Out More:

Related Articles: