তিন কেন্দ্রে ভোট কেমন পড়ল দেখুন

A G Bengali
বিপুল ভোট পড়ছে শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে। সেই তুলনায় ভোটদানের হারে অনেকটা পিছিয়ে ভবানীপুর। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত মুর্শিদাবাদের শমসেরগঞ্জে ভোট পড়েছে ৭৮.৬০ শতাংশ। একই জেলার জঙ্গিপুরে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৬.১২ শতাংশ। কলকাতার ভবানীপুরে দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৫৩.৩২ শতাংশ। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকাল ৪টে ১৫ মিনিট নাগাদ ভোট দিতে এসেছিলেন তিনি। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকাল ৩টে ১৫ মিনিট নাগাদ মিত্র ইনস্টিটিউশনে যান মমতা। সেখানে ভোট দিয়ে মিনিট তিনেকের মধ্যে বেরিয়ে যান তিনি।

অন্যদিকে, ব্যবধান মাত্র ২৪ ঘণ্টার! কলকাতায় ভেঙে পড়ল দুটি বাড়ি। আহিরীটোলায় ধ্বংসস্তুপে চাপা পড়ে প্রাণ গেল শিশু-সহ ৪ জনের। বড়বাজারে অবশ্য কেউ হতাহত হননি। বাদ গেল না হাওড়াও। বরাতজোরে রক্ষা পেলেন পথ চলতি মানুষ। মধ্য হাওড়ার অন্য়তম ব্যস্ত রাস্তা মহেন্দ্র ভট্টাচার্য রোড। পাশেই শতাব্দী প্রাচীন 'জানবাড়ি'। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয়নি। জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল বাড়িটি। এলাকায় প্রাক্তন কাউন্সিলর, হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলী সদস্য দেবাংশু দাস জানিয়েছেন, 'মালিককে বাড়িটি ভেঙে ফেলতে বলা হয়েছিল। ওরা জানান, শরিকি বিবাদের কারণে মামলা চলছে। কিছু করা যাবে না'। এরপর বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে বোর্ড ঝুলিয়ে দেয় পুরসভা। এরপর বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে বোর্ড ঝুলিয়ে দেয় পুরসভা।

Find Out More:

Related Articles: