ওয়েদার আপডেট

A G Bengali
বুধবার বিকেল থেকে টানা বৃষ্টিতে কিছুটা ছেদ পড়লেও রাত থেকে আবার শুরু দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় আগামী ২ থেকে তিন ঘণ্টার মধ্যে ফের বৃষ্টি আসছে, এমনটাই জানান হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার সন্ধ্যায় নিম্নচাপটি বেশ কিছুটা দুর্বল হয়ে ঝাড়খণ্ডের ধানবাদের কাছে অবস্থান করছে৷ এর জেরে ফের বৃষ্টিতে ভাসবে রাজ্যের পশ্চিমের জেলাগুলি৷ কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানান হয়েছে৷ কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানান হয়েছে৷ 

অন্যদিকে, সরকারি ভাবে বৃহস্পতিবার বর্ষা বিদায় নিচ্ছে বলে জানাল মৌসম ভবন। চলতি মরসুমে দীর্ঘকালীন গড় বৃষ্টির ৯৯ শতাংশ অর্থাৎ স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে বলেই জানিয়েছে মৌসম ভবন। সাধারণত দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের ৯৪ থেকে ১০৬ শতাংশ বৃষ্টি হলে তাকে স্বাভাবিক বৃষ্টি বলা হয়। এই মরসুমে স্বাভাবিক বৃষ্টি হলেও গোটা মরসুম জুড়ে বৃষ্টিপাতের হার সমান ছিল না। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সেপ্টেম্বর মাসে। এই মাসে ৩১.৭ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে। জুন মাসেও ৯.৬ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে। ষদিও জুলাই ও অগস্টে বৃষ্টিতে ঘাটতি দেখা দিয়েছে। জুলাইয়ে ৬.৮ শতাংশ ও অগস্টে ২৪ শতাংশ ঘাটতি হয়েছে।

Find Out More:

Related Articles: