আবার বোলপুরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

A G Bengali
ফের বোলপুরে সিবিআই হানা। বুধবার সাত সকালে বোলপুরে ৪ জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীর পৌঁছয়। অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর তথা অনুব্রতর ছায়াসঙ্গী বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের (মুন ) বাড়িতে তল্লাশি অভিযান চালায় তারা। এলাকায় মুন তথা অনুব্রতের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত। তৃণমূল নেতার বিভিন্ন কাজের দেখাশোনার দায়িত্বে ছিলেন এই কাউন্সিলর। তাঁকে অনুব্রতের বাড়িতেও যে কোনও সময় দেখা যেত। এ বারেই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি। অন্য দিকে, কাউন্সিলরের বাড়ির পাশাপাশি সুদীপ রায় বলে আর এক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতেও গিয়েছে সিবিআই। যদিও তাঁর পরিচয় এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি। সূত্রের খবর, তিনি বোলপুর পুরসভার কর্মী। এখানেই শেষ নয়,অনুব্রতের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির বাড়িতেও সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে খবর। সূত্রের খবর, তৃণমূল নেতার ঘনিষ্ঠ আরও বেশ কয়েকটি বাড়িতে যাচ্ছেন তদন্তকারীরা। এর মধ্যে রয়েছেন সুজিত দে নামে এক ব্যবসায়ীও।

সূত্রের খবর, গরু পাচার মামলার তদন্তে নেমে আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান করতে গিয়ে বেশ কিছু অ্যাকাউন্টের হদিশ পায় সিবিআই৷  সেই সূত্রেই এ দিনের হানা বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এখানেই শেষ নয়,অনুব্রতের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির বাড়িতেও সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে খবর। সূত্রের খবর, তৃণমূল নেতার ঘনিষ্ঠ আরও বেশ কয়েকটি বাড়িতে যাচ্ছেন তদন্তকারীরা। এর মধ্যে রয়েছেন সুজিত দে নামে এক ব্যবসায়ীও। তবে তল্লাশির পর কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, বোলপুরে মোট ৪ জায়গাই রেইড চলছে শুরু করেছে সিবিআই- ১) কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় (মুন ), অনুব্রতর ছায়া সঙ্গী, ২) সুদীপ রায়, কাউন্সিলেরর ঘনিষ্ঠ ও তৃণমূল কর্মী,  ৩) মণীশ কোঠারি, অনুব্রতর চার্টার অ্যাকাউন্টেন্ট, ৪) সুজিত দে, বোলপুরের ব্যবসায়ী।

Find Out More:

Related Articles: