আমার ভালো বন্ধু এবং অস্ট্রেলিয়ার একজন মহান বন্ধু

A G Bengali
মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকের পরে মরিসন (Scott Morrison) টুইট করে জানিয়েছেন, "আমার ভালো বন্ধু এবং অস্ট্রেলিয়ার একজন মহান বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পেরে ভালো লাগল"। তিনি আরও জানিয়েছেন দুই দেশ তাদের মধ্যে বন্ধুত্ব আরও বৃদ্ধি করার লক্ষে কাজ করবে। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করতে এর আগে মরিসন (Scott Morrison) এবং মোদির (Narendra Modi) মধ্যে ফোনে কথোপকথন হয়।

অন্যদিকে, স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে যৌথ ভাবে ভারতীয় বায়ুসেনার জন্য বিমান বানাবে টাটা গোষ্ঠী। শুক্রবার দুই সংস্থার মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভারত ভূষণ বাবু টুইটারে চুক্তি সইয়ের কথা জানিয়েছেন। ‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’ (টিএএসএল) জানিয়েছে, ২০ হাজার কোটি টাকার চুক্তি অনুযায়ী আগামী ১০ বছরে স্পেনের বিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে যৌথ ভাবে ভারতে মোট ৪০টি সি-২৯৫ মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান বানানো হবে। ৫ থেকে ১০ টন ক্ষমতা সম্পন্ন স্পেনীয় বিমানগুলি ভারতীয় বায়ুসেনার পাঁচ দশকের পুরনো অ্যাভ্রো-৭৪৮-এর ‘পরিবর্ত’ হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। চলতি মাসের গোড়ায় ভারতীয় বায়ুসেনার জন্য স্পেন থেকে ৫৬টি সি-২৯৫ পরিবহণ বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছিল নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, এর মধ্যে স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি বিমান ‘উড়ানের উপযুক্ত অবস্থায়’ আমদানি করা হবে। বাকি ৪০টি ওই সংস্থার সহযোগিতায় ভারতেই বানানো হবে। সেই কর্মসূচিরই অংশীদার হচ্ছে টাটা গোষ্ঠী পরিচালিত টিএএসএল।

Find Out More:

Related Articles: