শুভেন্দুর দুর্গাপুজোয় অনুমতি হাইকোর্টের

A G Bengali
পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের চৌরঙ্গি রিক্রিয়েশন ক্লাব ২২ বছর ধরে দুর্গাপুজো করে আসছে। তাদের অভিযোগ, এ বছর প্রথমে অনুমতি দিয়েও পরে তা বাতিল করে দেয় প্রশাসন। ওই ক্লাবের সভাপতি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় পুজো কমিটি। রাজ্য জানিয়েছিল, জমিটি সেচ দফতরের সেখানে প্রচুর মালপত্র রয়েছে। বৃষ্টিতে তা সরানো সম্ভব নয়। বুধবার বিশেষ আধিকারিক নিয়োগ করে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, লক্ষ্মীপুজোর পর ১৮ অক্টোবরের মধ্যে মাঠ খালি করে দিতে হবে উদ্যোক্তাদের। বিশেষ অফিসারের রিপোর্টের ভিত্তিতে  পুজোর জন্য সেচ দফতরের মাঠ ব্যবহারের অনুমতি দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ।

অন্যদিকে, পূর্বসূরীর 'গরুর দুধে সোনা' মন্তব্যের ব্যাখা দিলেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'দিলীপ ঘোষের মন্তব্য অতিরঞ্জিত করেছে বিরোধীরা'। জল্পনা ছিলই। একুশের ভোটের পর এবার বড়সড় রদবদল ঘটে গেল রাজ্যে বিজেপিতে। সভাপতি পদ থেকে সরলেন দিলীপ ঘোষ। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল বালুরঘাটর সাংসদ সুকান্ত মজুমদারকে। বিজ্ঞপ্তি জারি করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দায়িত্ব নেওয়ার পর কলকাতায় সাংবাদিক বৈঠকে করলেন নবনিযুক্ত রাজ্য সভাপতি। তাঁর কথায়, 'একটা খাবার খেলে আয়রণ বাড়ে। তার মানে এই নয় যে, আয়রণ দিয়ে টিএমটি বার বানিয়ে আপনি বাড়ি বানাবেন। সোনা পাওয়া যায় মানে গয়না বানানো যায়, এমন নয়। মিলিকিউলার লেভের কথা বলেছিলেন দিলীপদা। অতিরঞ্জিত করে আমাদের যারা রাজনীতির বিরোধী, তারা অন্যভাবে প্রকাশ করেছেন। বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল'।

Find Out More:

Related Articles: