এক নজরে বিজেপির নতুন সভাপতি

A G Bengali
গত সোমবার বিজেপি-র রাজ্য সভাপতি পদে উত্তরবঙ্গের সুকান্তর নাম ঘোষণা হতেই প্রচারের আলোয় ফের একবার বালুরঘাটের এই বিজেপি সাংসদ। ২০১৯ সালের লোকসভার পর সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভাল ফল করেছে বিজেপি। তার পরই উত্তরবঙ্গ থেকে দলের রাজ্য সভাপতি বেছে নিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নড্ডা। এটা কাকতালীয় নয় বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা।
কিন্তু কে এই সুকান্ত মজুমদার ?
১) দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা সুকান্ত মজুমদার। বাবা পেশায় সরকারি কর্মী ছিলেন। ছোট থেকেই মেধাবি ছাত্র ছিলেন সুকান্ত।
২) তেমন একটা কারও সঙ্গে কথা বলতেন না। বাড়ির নাম বুবুন। খেতে ভালবাসেন ঘরোয়া খাবার।

৩) বর্তমানে পরিবারে রয়েছেন বাবা-মা, স্ত্রী এবং দুই মেয়ে।
৪) বালুরঘাটেই বেড়ে ওঠা। পড়াশোনাও সেখানেই। সায়েন্স নিয়ে হাইস্কুল পাশ। এরপর বোটানিতে (Botany) স্নাতকোত্তর পাশ। এরপর গবেষণা।
৫)  মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সুকান্ত মজুমদার।
৬) ক্লাস এইট থেকেই RSS-এর সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুকান্তর। প্রথমে ‘শাখা কার্যবহ’. এরপর ‘জেলা সম্পর্ক প্রমুখ’-এর দায়িত্ব পান।
৭) ২০১৯-এর লোকসভা ভোটে বালুরঘাট থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। অর্পিতা ঘোষকে হারিয়ে জয়ী হন তিনি
৮) সিকিমের পর্যবেক্ষক করা হয় তাঁকে। উত্তরবঙ্গেরও কো-কনভেনর ছিলেন তিনি।
৯) সংসদের রিপোর্ট কার্ডেও মেধাবি সুকান্ত পেয়েছেন স্টার মার্কস। লোকসভায় উপস্থিতির হার ৯৮.৪ শতাংশ।
১০) এখনও পর্যন্ত লোকসভার ৩০০টি প্রশ্ন করেছেন। যা এই রাজ্যের সংসদদের মধ্যে সবচেয়ে বেশি। গোটা দেশের মধ্যে পঞ্চম।

Find Out More:

Related Articles: