পর পর দু’দিন ২৫ হাজারের ঘরেই থাকল দেশের দৈনিক করোনা সংক্রমণ

A G Bengali
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩। সংক্রমণের মতো দেশের দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণেই রয়েছে। দু’দিন ধরেই তা ৪০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। গোটা অতিমারি পর্বে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জন। 

অন্যদিকে, লাগু হতে না হতেই ফের বদল ভ্যাকসিন নীতিতে। একদিনেই উঠে গেল স্লট টাইমিং। বুধবার থেকে প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য কোনও আলাদা সময় নয়, যে কোনও সময়েই মিলবে দুটি ডোজ। ভিন্ন টাইম স্লট বিলুপ্ত করে সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে এক লাইনে দেওয়া হবে ভ্যাকসিন। পুরনো নিয়মেই ফিরে গেল কলকাতা পুরসভা। প্রথম ও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে একটিই লাইনের নিয়ম বহাল থাকল। আগে এলে আগে ভ্যাকসিন, এই নিয়মে মঙ্গলবার থেকে পুরসভার ১০২টি আরবান প্রাইমারি সেন্টার ও ৫০টি মেগা সেন্টারে ভ্যাকসিন দেবে পুরসভা। পুরসভা সূত্রে খবর, দ্বিতীয় ডোজে মাত্রাতিরিক্ত কম মানুষের উপস্থিতি বারবার পুরসভাকে ভ্যাকসিন নীতি পরিবর্তনে বাধ্য করছে। ১৯ অগাস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী মাত্র একদিনের জন্য, অর্থাৎ সোমবার ২৩ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত প্রথম ডোজ এবং বিকেল ৩টে থেকে ৪ টে পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়ার নীতি বলবৎ হয়েছিল।

Find Out More:

Related Articles: