রাজধানীতে দৈনিক মৃত্যু শূন্য

A G Bengali
স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। মৃত্যু হয়েছে ৪১৭ জনের। সুস্থতার হার ৯৭ শতাংশের উপরে, গত ৬ মাসে যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, বিহারের মতো চারটি বড় রাজ্যে কোভিডে নতুন করে কেউ মারা যাননি। রাজধানীতেও দৈনিক মৃত্যু শূন্য। ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডও রয়েছে এই তালিকায়। বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, ধারাভিতে আজ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ২ জন। তবে মুম্বইয়ে জুড়ে সংক্রমণ কিছুটা কমায় সুরক্ষা-বিধি শিথিল করতে আজ নয়া নির্দেশিকা জারি করল পুরসভা। রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন মাঠ, বাগান, সমুদ্রসৈকতে থাকার অনুমতি দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। সঙ্গে মাস্ক ব্যবহার এবং পারস্পরিক দূরত্ববিধি মানার মতো বিষয়েও সাবধান করা হয়েছে মানুষকে।

অন্যদিকে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বিশেষ বৈঠক। মঙ্গলবার বিকেলে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিকে নিয়ে এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। সূত্রের খবর, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) নিয়মিত দেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সোমবার গভীর রাত পর্যন্ত কাবুল থেকে বিমানের ফিরে আসা নিয়ে সমস্ত তথ্য নেন। ভারতের যেসব নাগরিক এখনও আফগানিস্তানে আটকে,তাঁদের কী করে সুরক্ষিত ভাবে ফেরানো যায়, তা নিয়ে অনবরত চেষ্টা করছে কেন্দ্র সরকার।

Find Out More:

Related Articles: