সংক্রমণের হার বাড়ল রাজ্যে

A G Bengali
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ২৬ হাজার ১২৪ জনের। এর মধ্যে সংক্রমণ ধরা পড়েছে ৫০২ জনের শরীরে। সব মিলিয়ে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ২.৫৮ শতাংশে। আগের ২৪ ঘণ্টায় সেই হার ছিল ১.৬৩ শতাংশ। তবে সাড়ে চার মাস পর রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ১০ হাজারের নীচে। শেষ এপ্রিলের ৩ তারিখে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল আট হাজার ৮৪৪ জন। অগস্টের ১৬ তারিখ রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা এসে দাঁড়াল ৯৮৩২-এ। সোমবারের পর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫ লক্ষ ৩৯ হাজার ৬৫-তে। তার মধ্যে সেরে উঠেছেন ১৫ লক্ষ ১০ হাজার ৯২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯১ জন। গত দিনের তুলনায় কমেছে মৃত্যুও। রবিবার প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছিল,রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের, সোমবার সেই সংখ্যা কমে হল ৯।

অন্যদিকে, সোমবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এবার বড় আকর্ষণ হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের ফর্ম তুলতে গিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল মালদহের মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুরে। ফর্ম তোলাকে কেন্দ্র করে হাতাহাতি মারামারিতে আহত হল শিশু ও মহিলা সহ ১০ জন। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত ক্যাম্প বন্ধ করে দিতে বাধ্য হল প্রশাসন। ফর্ম না পেয়ে ফিরে গেলেন বহু মানুষ। বিধানসভা নির্বাচনের প্রচারের সময়েই গৃহবধূদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার ওই প্রকল্পের জন্য ফর্ম দেওয়া শুরু হয় মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর, হরিশ্চন্দ্রপুরে। ওইসব ক্যাম্পে মানুষের ভীড় এতটাই হয় যে ভিড়ের তাপে অসুস্থ হয়ে পড়েন অনেকে। মানিকচক উত্তরচণ্ডীপুরে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়ে ২ শিশু। এর পরই শিবির বন্ধ করে দেওয়া হয়।

Find Out More:

Related Articles: