'নেপোটিজম' বিতর্কে মুখ খুললেন সলমন

frame 'নেপোটিজম' বিতর্কে মুখ খুললেন সলমন

A G Bengali

সুশান্ত সিং রাজপুতের মত্যুর পর থেকেই 'নেপোটিজম' বিতর্কে সরগরম হয়েছে বলিউড। অবশেষে নেপোটিজম বিতর্কে মুখ খুললেন বলিউডের ভাইজান সলমান খান।এই সপ্তাহের শুরুর দিকে 'নেপোটিজম' বিতর্কে জান কুমার শানুকে কটাক্ষ করেছিলেন রাহুল বৈদ্য। তাঁর কথায়, কুমার শানুর ছেলে হওয়ার কারণেই জান 'বিগ বস'এ সুযোগ পেয়েছেন।

রাহুল বৈদ্যর এই কটাক্ষের প্রসঙ্গ ধরেই মুখ খোলেন 'ভাইজান'। সম্প্রতি সামনে এসেছে 'বিগ বস' ওই প্রমোটি। যেখানে সলমন কুমার শানুর ছেলেকে প্রশ্ন করছেন, ''জান, তোমার জন্য বাবা কখনও কারোর কাছে সুপারিশ করেছেন?'' উত্তরে কুমার শানুর ছেলে বলেন 'না স্যার, কখনওই নয়'। রাহুল বৈদ্যকে একহাত নিয়ে সলমন প্রশ্ন করেন, রাহুল তোমার গান শেখার জন্য সঙ্গীত শিক্ষককে পারিশ্রমিক কে টাকা দিয়েছিলেন? উত্তরে চুপ থাকতে দেখা যায় রাহুলকে। 

Find Out More:

Related Articles:

Unable to Load More